আজ দেখি চারিদিকে সাদা কালো মৃত্তিকার মাঝে
চুনাপাথরের সমাগম পাচ্ছিনা খুঁজে বেলে দোঁয়াশ ।
বেশ গাধা দিয়ে ঘোড়ার কাজ হচ্ছে চারিদিকে
আমি খেলেছি খেলার মত শিখেছি শেখার মত
কিন্তু ভাবছিনা ভাবার মত।
কি করে বুঝবেন সে লুকায় নিজেকে ভালোর মাঝে
বেঁচে থাকা অবহেলায় ফেলে দেওয়া পানের বোঁটায়।
দুষ্টাশয়, সে গাধা হয়ে ছিল ভদ্র মুখোশের অন্তরালে
সামাজিক কর্মকাণ্ড সেখানেও খোঁজে ভাল মন্দ ;
স্বার্থ যদি না মিলে মানুষের মাঝে ঘোর দিধা দ্বন্দ্ব।
আমি রচয়িকার কণ্ঠে গাওয়া গানে গীতিকারের
থেকে অভিনেতাই যেন নাটকের গানের গীতপ্রধান।
আমি সাধারণ বেটা অল্পতেই খুশি পেটের দায়ে খুঁজি
পরিবারে রুজি ,আবার অল্প আঘাতে হইনা রগচটা
শুধু দুষ্টের বুদ্ধিমত্তার চাল মারে অবিরত চিরকাল।
তিনি খুঁজেছেন তাহার মিত্রকে-
মিত্রতায় বন্ধু, স্বার্থে বন্ধু, ভদ্রতা দেখিয়েছেন কত
লোক-সমাজে মানুষের মাঝে পরিচিতির এক দৃশ্যপটে।
ভেবেছেন কি কোন কাজটায় স্বার্থের থেকে দশের
উপকার হবে ?
দেখি শুধু দুষ্ট মানুষের কুপ্রবৃত্তির রূপ,
তাদের দেখে কষ্ট লাগে খুব, অন্যের মাথায় চিড়ে ভেজে
খাচ্ছে তারা শুধু চিকেন কর্ন-স্যুপ,
বুঝ লিনা শুধু গরীব মানুষের দুখ।
দৃষ্টি সেকেলের মাঝে জন্মে থাকা লোকের ভিড়ে
অতৃপ্তের সংঘাত,
কার মাঝে কি আছে বলতে পারিনা, তবে বলে যায়
কুপ্রবৃত্তির ছাপ ,
কাল না হোক পরশু একদিন হবেই হবে বরবাদ ।