অতি সভ্যের সভ্য মানুষ লালস্যে কিঞ্চিত নাই
ভয়, বিপণিতে পণ্য যেমন মালিকানাধিন হয়
লালস্যের লালস্য যেন যারযার নিজের মাঝেই
সুপ্ত রয়।
খণ্ডবাক্যে দিব্য জ্যোতি ঠকে মানুষ দিবারাতি
বোঝেনা তার নিজের ক্ষতি মনো-লোভের দায়
খোঁজ়ে শুধু তেজারোতি কর্মশৈলে কুন্দুলিতার
ভাব দেখায় ।
এক সাহিত্য শিক্ষক ছাত্রকে শ্বাসেন, আর এক
সাহিত্যে ছাত্র শিক্ষা দান করে্ন, এক সাহিত্যে
গড়া রাজ়্যে তুমি আমি বাঁধা আছি ধর্ম জ্ঞানের
মাপকাটিতে।
অমৃত স্বাধের অনুরাগে গরলের স্বাধ ভুলে গেছে
গরলকে অমৃত ভেবে খাচ্ছে মানুষ গিলে গিলে
কোন ভাবনায় থাকি ডুবে জানিনারে লোকালয়ে
এই তটেতে।
ভ্রান্ত কীর্তি মাথায় বয়ে ভুলে গেলে নিজের মানে
পরশ্রীকাতর হৃদয় তবু জানতে চায়না নিবেদন
করে ,বুঝেও বুঝতে চায়না শেষ পরিণতি লোভের
বশবর্তী হৃদয়।