যারা আমার রঙে রঙিন তাদেরকে আমি কি বলব জানিনা,
তবে সত্য এটাই আজো তাদের মায়া পিছু ছাড়েনা।
কিছু মানুষকে এত বোঝায় কয়লাকে ভালোবাসতে এসোনা, কারণ কয়লা পুড়ে তার রূপ এমন।
আর এই কয়লাতে ঘষা লাগলেই আগুন জ্বলে যার তাপ অত্যন্ত প্রখর, সহ্য করতে না পারলে অনিবার্য
তার মরণ।
তোমরা মরতে শিখ নাই মরণের স্বপ্নে কেন ভাসো?
আমি না হয় চোখের ভাষা বুঝিনা, তবে তুমি চোখের জলে কেন ভাসো?
আমি না হয় একটু ইমোশনাল তবে তুমি কেন আমায় নিয়ে ভাবো?
আমাকে আমি শুধরাতে পারিনা তুমিকি এমন জাদু,
কথায় চিড়ে ভানতে পার বুঝি তবে অন্তরে বিষ মুখে কেন মধু?
সমাজ যখন কালোই ঢাকা কলুষতার বেড়া দিয়েই ঢাকি
রক্ত চুষে লাভবান হতে চায় প্রতিনিয়ত দিচ্ছে শুধু ফাঁকি।
তাই আবারো বারণ করে যাই আমাকে ব্যবহারের চেষ্টা ভুলেও করবেনা ;
উপকারে আমি বন্ধুর মত, বিপদে নই দূরে,
তবে আমায় কেন জ্বালাও শুনি ওহে দুষ্ট প্রণয়ে?
দুদিনের পরিচয়ে একদিন দুদিন পার হলেই যেন আমি অন্য,
কিসের টানে কাছে আস বলতে পার -
নাকি প্রয়োজনে পরীক্ষা কর একি বন্য নাকি পণ্য?
বন্য হলে ফন্দি এটে লাগাবে নানান কাজে ,
পণ্য হলে ঘুরে ঘুরে কিনে নেবে বলবে লোকের মুখে বা'জে।
কিছু সময় বিপদ থেকে দূরে গেলেও বিপদ যেন পায়ে জড়ায়;
যার যার জায়গা থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুক,
সুশীল সমাজে না থাকতে পারি আপত্তি নাই।
দোয়া করি সৎ মামুষগুলোকে যেভাবে চোখে আগলে রেখেছি তাদেরকে সেভাবেই যেন পাই।