কোন একদিন মোনালিসা ছিল প্রকৃতির রাণী
বিশ্ব তাকে নাইবা চিনুক চিনেছিলাম তারে আমি।
অবুঝ বালক বুঝেনা প্রেম বুঝে শুধু ভালোবাসা
বসুধা তারে যাইবা শিখায় সবি ছিল দুরাশা।
প্রেমিকের ভালোবাসা দেখ দুষ্ট মিষ্টি কথায়
পিপাসা মিটায় লিখিত ভাষায় সে যেন কিছু কয়!
আমি কি দিয়ে বুঝায় যখন গেয়েছিলে রবীন্দ্রের সুরে
আমারো পরানে যা চাই তুমি তাই তুমি তাই।।
আমি কি সে সুর ছন্দ ভুলিতে পারি!
গীতি কাব্যে লেখা গান তোমার চিঠিতে নাম ধরে ডাকা
সুমধুর কণ্ঠ আজো বা'জে কানে সত্যি রূপা তোমার
ভালোবাসায় কোন ত্রুটি ছিলনা।
ছিল সময়ের ভুল প্রতিউত্তর দেয়া হয়নি কারণ আমি বুঝিনি সেদিন কি ছিল তোমার অনুকূল।
আমি বিশ্বাস করি আমার প্রতি তোমার ভালোবাসা পবিত্র ;
জানিনা কি ছিল ভুল কিন্তু জড়াতেত পারো মিত্রতার বন্ধনে মিত্র।
আজ স্বরূপে তুমি দেখা দাও যেন কাছে প্রতিটা মুহুর্তে কেন জানি অকারণে তোমায় মনে পড়ে।
একটা গান বারে বারে মনে পড়ে -
তারে কি আর কেউ ভুলিতে পারে, নয়নে লাগে যারে,
তারেকি আর কেউ ভুলিতে পারে,,,।