স্বপ্ন কি আর দেখবি মানুষ যেখানে স্বপ্নই অভিনয়
এক ফোঁটা চোখের জল যখন মায়াকান্না প্রকাশ পায়
সেখানে সুখ যেন মরীচিকা হয়ে দুঃখের সাগরে বন্দি রয়।
কোথায় সেই মা যেনাকি আদর্শ সন্তান জন্ম দেয়
কোথায় সেই বাবা যেনাকি জাতি গঠনের স্বপ্ন দেখায়।
আসলে দুদিনের শান্তিনগরে আসল প্রেমিক প্রেমিকা নাই
মাটির মোহে এই মানুষের দৃষ্টিকুপিতে পড়েছে সবার ছাই;
সভ্যতার পদাচারণে আজ সমাজে দুষ্ট লোকের ঠাই।
আমার সেই আকারধারি প্রাণের মানুষ আছে ঠিকই
কিন্তু শেষ বেলায় এসেও তাদের জ্ঞানচক্ষু ফোঁটেনি;
এই সর্বশ্রেষ্ট জীবের মাঝে শুধু সরল মানুষের দেখা নাই।
সরল মানুষ তারে কয় যার মনের কথা মুখের কথা একই
বুঝবি সেদিন ভ্রান্তমনা যেদিন কাঠগড়াতে অঙ্গ দিবে সাক্ষি;
সময় থাকতে স্মরণ কর মন প্রভুর নামে সরলতায় দে ভক্তি
নইলে মনা ইহকাল পরকাল কোন জগতে মিলবেনা মুক্তি।