বাউটি দিয়ে হয়ত ছেলেটি বাধতে পারেনি তোমার হিয়া
তবে দরকার ছিল কি তোলপাড় করে বিয়ের পিড়িটি
সাজানোর ,
উড়নচণ্ডিদের পাল্লায় পড়ে  আজ বাঊণ্ডুলের জীবন যেন
দেবেশের প্রিয়জন হারানোর মত বিরহের অন্তবাষ্পে ধুধু
মরুচর।
আজ সাথি হারা জীবনে সাউ করেনা সাধুগিরি, শুধু মিষ্টি
হাসিতে মন হারাইয়া ছেলেটি সেজেছে বিরহে বাউরি।

গাইতে গিয়ে প্রেমের সারি, গলায় আমার অপবাদের দড়ি
ভেবেছ সেটা তোমারি নিন্দে।
প্রীতি ছিল মনে মনে , বন্ধু প্রেম করেছি গোপনে,  শুধু
ভাষায় কথা বলিনি ছন্দে।
ঈশারাতে সুর তুলেছি, সেই সুরেতে গান গেয়েছি, প্রেম
যমুনায় ঝাপ দিয়েছি রঙে।
তোমার নামের নাও কিনেছি, সেই নায়ের দাঁড় টেনেছি
বাইতে বাইতে এসেছি ঘাটে;
তুমি বোঝনি প্রেম, বোঝনি নিন্দে।