অনুরাগের আসক্তিতে মিছে কেন মন রূপ দেখিয়ে
চোখ ধাঁধাস ?
প্রেমের সুক্ষ লিলা না বুঝে শুধু প্রজনন বিদ্যায় মত্ত
থাকতে চাস !
কবির ভাব না বুঝে কবিতার পাতায় সাধুর নামে
কড়া নাড়াস,
ভালবাসার দোহায় দিয়ে মিষ্টি কথায় মন মাতিয়ে
লোক ঠকাস ;
স্বকামের মোহে পড়ে কুকর্মে লিপ্ত হয়ে মানুষকে
বিপদে ফেলাস ।
দেখি আজকালের সাধুজনে ধর্মকথা ইনিয়ে-বিনিয়ে
ধর্মের নামে বদনাম রটাস !
ধর্ম শুনিস জ্ঞানি তোরা পদবিন্যাসে খুঁজিস সেরা
মানার বেলায় যত অজুহাত দেখাস !
কর্ম করিস নিজের মত না ভাবিয়া অবিরত সুখের
সময় কর্তাকেই তোরা ভুলে যাস !
দুঃখ যখন আসে ঘিরে ডাকিস তারে না চিনে পথ
ভুলিয়া অসময়ে হইস নিরাশ !
মানছে দেখ সাধু গুরু নিষ্কামে তার ভক্তি হয় শুরু
ফকিরিতেই তার জীবন শেষ !
আমার মুর্শিদ্ প্রেমের মালা পর খোদার নামে ভক্তি
কর জীবন হবে সার্থক সরস।