বেঁচে থেকে অন্ধত্বের বোঝা বয়ে বেড়ানোর থেকে
পাণ্ডিত্ব ছেড়ে দেওয়াই উত্তম।
নামেই দেখে গেলি স্বপ্ন কাজে কর্মে মেলে অপ-কর্ম
করলি যেটা সেটা ছিল কুকর্ম দেখলি যেটা সেটা ছিল
দুঃস্বপ্ন।
পরিণতি আজ হাহাকার, কেকি বলবে আমি জানিনা
সাদামাঠা থাকতে চাইলেও আপনি পারবেন না,
সময়ের যোগ বিয়োগে- না পারবেন নামতে নিচে,
না পারবেন লাফ দিয়ে উপরে ।
যার কিছু নাই সেই আজ সুখি যার আছে কিঞ্চিত
সেই আজ সঙ্কিত।
হায়রে দুর্ভাগা দেশ সব থেকেও অভাব না ফুরায়
একজন দুঃখি অভাবে আর একজন দুঃখি স্বভাবে।
আজ পরিছন্ন কিছু মানুষ খুঁজি যাদের আছে লালস
সত্যি বলতে কি নির্লোভি মানুষগুলো সমাজে সব
থেকে অলস।