তুমি যে নদেই ডুব দাও, যে রঙিন আকাশে পাখা মেল ;
আমার কাছে তোমার হিসাব একটু এলোমেলো।

তোমার দুচোখে স্বপ্নিলে আঁকা প্রেমের ছড়াছড়ি,
বৃষ্টি বিলাসে মধুর রূপেতে তুমি কর বাড়াবাড়ি ;
আমার গগনে আমাকে ছাড়িয়া কেন দূরে উড়াউড়ি!

যেদিন বাতাস থেমে যাবে, বিশাল আকাশ পড়ে রবে;
যতই নামুক বৃষ্টি বাদল আমায় ফিরে কি তুমি পাবে!

আমি দেখাব সেই রাত, দেখাতেও পারি সেই দিন
যেদিনের আশায় তুমি খুঁজে আজো রয়েছ অমলিন।

যতউ ডাকো পরে, কাজ হবেনা স্বরে ;
সব অমৃত বিলীন হবে কঠিন অযুথ প্রেমের জ্বরে!

রেখেছি যতন মনেরি মতন, হৃদমাঝারে তোমার নামটি;
আজো তুমি ফাঁকি দিচ্ছ কাল কিভাবে দিবে আজাদকে মনটি !

প্রকৃতি তাকে অপরূপ বলে, আমি বলি অপরূপা ;
মনের গভীরে লুকান কেন সব কিছু রাখলে আজো চাপা!

বনলতার রূপ ভুলে গিয়েছি,আজ থেকে মোনালিসা;
তোমার মনেতে আমার জায়গা সবিকি ভুল বোঝা?

প্রিয় ছিলে তাই কাছাকাছি রাখি, ডাকি নিজের মতন;
আজ কাল কোন সাড়া পায়না শুধু রঙে ভরা বদন।

তাই মদন বেটা পাগলা ঘোড়া, আর মানেনা তার দেরি!
পারলে একটু সাড়া দিও তোমার কর্ম ব্যস্ততা ছাড়ি।