কোন এক চৈত্রের বিকেলে যদি কালবৈশাখী এসে
অাঘাত করে অামাদের হৃদয়
যদি ধ্বংস হয়ে যায়- এ বনভূমি
অামি নতুন করে জন্মাব- অাকুল মিনতি জানাব তোমাকে
চাঁদের রাতে তারায় তারায় যেন কথা হয় দুজনাতে,
শিশির সিক্ত- নব কার্তিকের প্রাতে অামি দাঁড়াব পথ পাশে
যদি এক পলক তোমাকে দেখতে পাই ধানফুলে,ফসলের মাঠে
কৃষকের ঘরে- উদাস মনে দাঁড়িয়ে অাছ- অামার অপেক্ষা করে।
হয়তো সন্ধ্যা হবে,তারপর রাত, গভীর জোৎস্নার রাত
ঘরেফেরা মানুষেরা একে একে ফুঁরিয়ে যাবে
শুধু এ বিশাল পৃথিবীর পাড়ে
খুব যত্ন করে ওলট- পালট করে খুঁজব তোমাকে,
তারপর ক্লান্তি একটু ঘুম,অনেক স্বপ্ন এ অাকাশের নীচে
অতপর অনেক কাল,অনেক কথা পেরিয়ে যাবে
অামাদের পেশী,অস্থিগুলো হয়তো বয়সের ছোঁয়া পাবে
হৃদয়ের গভীর অনুভূতিগুলো একদিন বৃদ্ধ হয়ে যাবে
অস্ফূট- অশেষ বেদনা- অামাকে,তোমাকে জ্বালিয়ে মারবে
তারপর সাইক্লোন- নিমিষেই ধ্বংস হবে অামাদের অস্তিত্ব
বিধাতার রাজ্যে ফিরে যাব আমরা-যেমন অামাদের
পূর্ব পুরুষেরা।।