তুমি স্নাত হও-এলোমেলো
ভারী বরষায় ভিঁজে গেলে
কদমফুলের ভাঙ্গা খোঁপায়
তোমাকে ভাল লাগে।
নদীর বুকে কলকলধ্বনি
মাঝির কন্ঠে ভাটিয়ালি গান
কাঁশবনের সাদা ঢেউ
অার নীল অাকাশের বিহঙ্গ হলে
তোমাকে বেশ লাগে।
তুমি হিমেল পরশ,জোৎস্না রাতের মৃদু অালো
সাদা মেঘের ভেলা আর সকাল বেলার শিশির
শেফালি ফুলের মালা হলে
ভালই লাগে।
অভিমানী মনে দূরে গেলে
কিছু কষ্ট অার না বলা কথায়
মনের গহীনে দেখতেই
তোমাকে ভাল লাগে।
জীবনের গানে-তোমার সুর অগোছালো
হৃদয়ে কান্না এলে
অসমাপ্ত কবিতার মাঝে
জানি-তোমাকে ভাল লাগে।।