কুয়াশা ঢাকা অন্ধকার রাতে-চলছি নির্জন পথে
দিক হারিয়ে কোন এক অজানা প্রান্তরে
নিজেকে ছাড়া কিছুই দেখা যায়না এ পথে
ভেজা স্যাঁতসেঁতে রাস্তায় আর কত হাঁটা যায়?
আমার মাথায় কুয়াশার জাল বুনেছে
দাঁত দু পাটি কাঁপছে ঠক ঠকিয়ে
আর -আমার পা হাতির পায়ের মতো ফুলে আছে।
আমি সারাদিন,সারারাত হেঁটেছি-আলোর দেখা পাইনি
নিজ অক্ষ ঘুরেছি-পৃথিবীর মতো কতদিন!
সরল রেখায় চললে হয়তো তোমাদের কানাডা
কুইবেক-আরো কত নগরী দেখতে পেতুম
যেখানে আনন্দ ধরেনা-উঁচু ছাদ থেকে রশি বেধে লাফিয়ে পড়ে মানুষ
সমুদ্রে সার্ফিং করে বেড়াও হয়তো তুমিও,
বিকেলে লংড্রাইভ, কালো চশমায় এ সবুজ ভূমি তুমি দেখনা
সরিষা ফুলের হলুদ আভা তোমার হৃদয়ে কাপুঁনি ধরায় কিনা জানিনা-
নিষাদ জাতির এ মানুষগুলোকে হয়তো ভুলে গেছো ,
ভুলে গেছো- সেই সব দিন-যে দিনে কুয়াশা ছিলনা
অনায়েসেই দেখা যেত আমাকে
তোমাদের পথ আজ আমার দৃষ্টিসীমার বাইরে
অনন্ত সামনে চলে গেছে-শুধু আমাকে পিছে ফেলে।।