কিছু পুরুষ ,
অসম্ভব ভালবাসতে পারে, যেন সৃষ্টিকর্তা তাকে ভালোবাসার জন্যই সৃষ্টি করেছেন, নিজের জীবনের চাইতেও বেশী ,অফুরন্ত ভালবাসা এবং নিজের জীবনকেও উৎসর্গ করে দেন ভালবাসার জন্য। সে পুরুষ ই আবার আজীবন অসম্ভব ঘৃণাও করতে পারে।

যে পুরুষ ,
দিনের পর দিন প্রচণ্ড রাগ অভিমান সহ্য করতে পারে । আবার সে পুরুষ চিরতরে তার জীবন থেকে হারিয়েও যেতে পারে ।

যেই পুরুষ ;
তীব্র রোদে পুড়ে ,বৃষ্টিতে ভিজে ,মাথার ঘাম পায়ে ফেলে ,তোমার হাসিমাখা বদন খানি দেখার জন্য অধীর আগ্রহে গোধূলি লগনে বাড়ি ফেরে,
আবার সেই পুরুষ , অভিমান সহ্য করতে না পেরে  চিরকালের জন্য আর বাড়িতে ,
নাও ফিরতে পারে!

কিছু কিছু পুরুষ,
আপনজন দের কাছ থেকে প্রাপ্ত অবহেলা,তীব্র নিন্দা, অসহ্য মানসিক যন্ত্রণা ,অতিরিক্ত ঘৃণা সহ্য করতে না পেরে বৈরাগ্য জীবন বেছে নেয় । হয়ে যায় সমাজের কীট পতঙ্গ। অকালে ঝরে যায় সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা। সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। যেমন একটি ফুল সদ্য ফোঁটার পর তার সুগন্ধ ছড়ানোর পূর্বেই রোগে শোকে ভূগে বিদায় নেয় স্বপ্নময় পৃথিবীর বুক থেকে।