বাউল সাধক **লালন সাঁই **
ইদানীং লালন সাঁইয়ের বিরুদ্ধে অনেকেই অনেক ধরনের ফতুয়া দিচ্ছে , বিভিন্ন ভাবে মন্তব্যের সম্মুখীন হচ্ছেন লালন সাঁইয়ের ভক্তবৃন্দগন ।
**জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো**
লালন সাঁইয়ের জীবনী থেকে বোঝা যায়
তার দ্বারা অকল্যাণকর বা মানব জাতির কোন ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি।
তিনি একাত্মবাদ মানব ধর্মের কথা বলেছেন
শত শত আধ্যাত্মিক গান রচনা করেছেন।
নিঃসন্দেহে লালন ফকির
একজন আল্লাহ প্রেমিক , রাসুল প্রেমিক, বাউল,কবি,সাধক ও প্রকৃতি প্রেমিক ।
লালন সাঁই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারে নাই, তাই উনার কোন প্রাতিষ্ঠানিক
সার্টিফিকেট নেই।
আসলে কে কতটুকু শিক্ষা গ্রহণ করেছে
তাহা তাঁর ব্যবহারেই বুঝা যায়।
প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ধারী
উচ্চ শিক্ষা যার যতই বেশি হোক
মনের দিক দিয়ে হীনমন্যতা,
প্রকৃতির কাছে সে অজ্ঞানী।
তাই,লালন সাঁইয়ের উস্তাদ
সিরাজ সাঁই বলেছেন
আমার লালন কে চিনতে হলে
আরেক জন লালন হতে হবে।
আজাদ সরকার
তারিখ ২৪/১০/২০২৪ইং