মধ্যরাতের বুড়ি
মধ্য রাতের বুড়ি চুলার পাশে বসে
দরজা খুলে চমকে উঠি দেখে তাকে
"মা মা" ডাকি তারে দেয় না উত্তর সে
বিমূঢ় ঘরে ফিরে দিলাম ফোন মাকে
বেরিয়ে এলো মা, বলি "এই বুড়িটা কে"
ঘুমাতে যাবার আগে,মা দেখেছে তাকে।

মাকে বলি ধরো তাঁর হাত "থাক থাক"
একাই উঠলো বুড়ি  লাঠি কষে শেষে
চেচাঁমিচিঁ  করছি সবে , উনি  নির্বাক
চললো হেটে উঠোন দিকে মোরা ত্রাসে
খড়েপালা  পেরিয়ে,গেলো গলির দিক
পরোক্ষনে খুজেছি পাইনি তাঁর  ঠিক,
কই গেলো!কই গেলো!খুঁজি এই বুড়ি
আমরা কজনা গোলক ধাঁধায় ঘুরি।


অন্ধকারের ধুম
ল্যামপ্সোট বাতি্ জ্বলে চোখে নেই ঘুম
আমি চেয়ে দেখছি-- অন্ধকারের ধুম
সবাই যে স্বপ্ন দেখে কন্না হাসি মিশে
স্বপ্ন মোরে জেগে রাখে ভালবাসা পিষে
ঝিঁঝিঁরা মুচকি হেসে ডাকে বারে বার
পায়ে ধরে মশারা রক্ত খেয়ে শাবার
জোনাকির মিছিল ধরলো এসে ঘিরে
হাসনাহেনা বলে ফিরতে মানা  নীড়ে।

পাখিরা ঘুমের দেশে জেগে নেই কেউ
নেড়ি কুকুর দেখে করলো ঘেউ ঘেউ
নেই মানুষ' সারি নেই যে দরাদরি
অন্ধকারে ছাপিছে রাতের তাঁরাপরি
বদ্ধঘরে শুয়ে বসে অংক শুধু গুনি
অন্ধকারে ঝিঁঝিঁ ডাকা প্রতিধ্বনি শুনি
স্বপ্ন জাগিয়ে রাখে ঘুমের ছুটি আখি
রাতের পুষ্পঘ্রান দেয়নি মোরে ফাঁকি।