ডুমের ঘরে জন্ম নিলে কী পথে তার স্বর্গ ভার
মানব শিশু জন্ম থেকেই পিতামহের ধর্মাচার,
মুচির কাজে হয়না শুচি ব্রাক্ষন খুজে শিষ্টাচার
বিশ্ব জুড়ে একই প্রভু কর্মফলে হয় বিচার।
বিশ্বাসের ভেদ বিচারে --হিন্ধু বৌদ্ধ খৃষ্টান
মাটির গড়া একই দেহে রক্ত শিরা একি প্রাণ।
জগৎ জুড়ে পুন্য ক্রেতা শুন্য হাতে সবাই যাই
অদৃশ্য সব কর্মবোঝা মাথায় চেপে এমনি ধাই।
কেউবা নিজের কর্ম দিয়ে ছুটছে যে স্বপ্ন সমান
কেউবা শুধু পথে পথে খুচ্ছে শুধু ভগবান,
দিন চলে যায় রাত্রি আসে মৃত্যু নামে সন্ধ্যাপুর
সময় থাকতে পথ চিনে নাও যেতে হবে বহুদুর,
কোথায় যাবো কোথা যাবো ভাবছো শুধু মিছে
ভালবেসে খোদা, সৃজিলে মানুষ ,দ্বিধা কিসে
সত্য সরল পথ চিনে চলতে হবে সঠিক দ্বীনে
তুমি কিসের বলে হবে পার হাশরের ঐদুঃর্দিনে
কর্ম তোমার বিকল হবে বিশ্বাস যদি দৃঢ় না হয়
শান্তিরপথে মুক্তি মেলে মনে প্রাণে আল্লাহ ভয়
কবির পাঠশালা
কবিদের পাঠশালা দিব্য জ্ঞানের অধিক
প্রকৃতির অপার নৈসর্গিক রুপ চেনাধার
চেতনার কালিতে জল রঙ আয়নায় ঠিক
ভাবনার পুর্ণ্য প্রতিচ্ছবি বোধের মুক্ত ভাষার
থালায় রাখে ,অনাহারি মানুষের নীরাবতা,
সমুদ্রের ঢেউে বাজে দুখিনীর দৃঢ় আর্তনাথ,
পাহাড় কেদেঁ অঝরে অসহ্য পঙ্কিল মানবতা
ফুর ফুরে জোস্নার ফেরিওলা প্রেমোদি চাঁদ।
চিন্তার শষ্যকনা বস্তূজগতের জ্ঞানের রশি
ধরে কবি হাটে পৃথিবীর পথে মানুষের তরে
সম্মূখে আশার সমুদ্র, স্বপ্নতুলি ভালবাসি
দ্রোহে প্রেমে নদী যৌবনে সোনালী ঘরে,
ছলা ছলা ফসলের গান জীবনের পথে
কত চেতনার ফিরিস্তি জমা হয় নির্ঘুমে
তারি লিপি পাঠ করে কবি,সময়ের রথে
দেখে দেখে অস্থির তবু প্রাণ নির্লিপ্ত দোমে।
দ্বন্দবাদের জালি বস্তূবাদের কালি ছড়ায়
কিসে?জন্মের বৃত্ত ভালবাসা সময়ের সিড়ি,
প্রকৃতি পাঠে মনের মর্মে জলছবি মোড়ায়
ধরিত্রীর রঙ রস যত সভ্যতার নন্দিত হাড়ি
থেকে আহরিত প্রেম ফেরি করে নারী মনে
পুরবী হাওয়ায় দোলে প্রবালে নীর যৌবনে
শিরিষে শিরিষে ভালবাসা নাবিক জলযানে
স্বপ্নপাখির পালকের গন্ধে মর্ত্যশান্তি সন্ধানে
বাতায়নে চোখ রাখে কবি,বিবেক কাঠগড়ায়
কালের সাক্ষী তুমি, তবে জ্ঞানের নক্ষত্র থেকে
ঝলসে শ্নশানে প্রেমের অন্তিম নিশান উড়ায় ।
বস্তূত যুগের অগ্রপথিক,মাটির কাব্য দেখে
দেখে জল রঙ, পাখি জীবন,সাগর নিলীমা
পাহাড়ে ধৈর্য্য,চেতনার গহীনে বেদনা নীরে
ঘর ছেড়েছে পাঠের দিব্য চারনভুয়ে পুর্নিমা
জোৎস্নায় হেটে হেটে শুদ্ধতম পৃথিবী নীড়ে,
চেতনার বৌদ্ধিক সত্তায় কবির অক্লান্ত বিচরন
চরনে কাঁটার চিহ্ন নিয়ে সময়ের পথে আমরন।