নির্ঘুম রাত্রি
নির্ঘুম ছিলো গত রাত্রির কোরাস-কে হ্নদ
ঝিল্লিতে রেখেছিলো হাত অস্পষ্ট আধারে,
বহু রাত্রির গোপন উপাখ্যান সাঙ্গো করে
আচমকা গহীন শব্দাবলি সুরনদী সোতায়
বক্ষধারায় জলপদ্মের পত্র কম্পন,আমি
দেখেছিনু জলসিন্ধ ঘাটে বছর সাত আগে
তার চলনে কুয়াশা চিরে ভাদ্র গাঙ পাখির
সান্ধ্যডানা ভালবাসা উড়েছিলো মৃদু ভরে।
সময় ফেরে কী কভু ফেরে স্মৃতির মুরাল
চিহ্ন নক্ষত্রে চুড়ির কাপন সেই বুঝি কুড়ে
নিলো আধারের প্রাণ,জেগে আছে যেন
জোছনা পাড়াভাঙ্গা চাঁদের প্রতিবেশী তখনো
রাত্রি ভালবাসা হারায় রহস্য চাঁদরে মোড়ায়
বেদনার প্রতিটি শিশির।
এই রাত্রি হয়েছে অতিথি শরতের সেই নিশি
যার গোধুলী বালিচুয়ে চুম্বন করে যমুনার জল,
সময়ের সেলফে্ জমে দীপ্ত চুম্বনের ভাঁজ
রাত্রির স্তব্দতার ভাষায় শুনি তুমিহীনা তোমার নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস।