শ্যামল বাংলারপথে
ছাদ হতে আমি আকাশ দেখি পাখিদের স্বাক্ষাত
মেলে,টবের ফুল প্রশ্নতোলে এ পথে কত দিন
হলো? শৈশবে শাপলার নদীতে,ঢুলু ঢুলু রাত
ঘিরে কলমির চাঁদ, দিনের স্বপ্ন বেধে রঙ্গিন;
নদীর কুল ঘেষে জলজ পাখিদের কলোহল
বুকে চেপে আজ আমি অস্থির বিহঙ্গ প্রাণ!
উন্মূক্ত আকাশে শ্যামল বাংলারপথে নদীজল
ঘুরে ঘুরে ভালবাসা নীড় খুজে স্বপ্ন অফুরান।
কত রঙ ভেসে গেছে শ্রাবণের মেঘ বরিষণে
কদমডালে বসে শুনি দোয়েলের ধ্রূপোদি-গান
প্রতিবেশী শালিক-বকের ঝাঁকে মেলে ডানা মনে
বহু চেনা জলাধার চোষে ছুটে চলা লক্ষ্যপান
জীবন সোনালী আলোতে উড়ি মুক্ত আসমানে।
পথে পথে কত ধনরাজি রাশি রাশি শষ্য ভার
বাংলার বুক চিরে নিয়ে আসে আশার স্বপ্নরীন
মানুষ আর কত রঙ ভালবেসে জীবন পার
হতে চেয়েছে বহু দিন এই পথে,তবু রঙ্গিন
পৃথিবী দুরে থেকে যায়, আমি কেবলি ছুটে চলে
খোলা আকাশ জুড়ে,যমুনার পাড় ধরে যেথায়
মাছরাঙ্গা শেষ ফোটা জল সেঁকে নীড়ে যাবে বলে
কবিতা চুকে,সন্ধ্যা নেমে চাঁদের নিমন্তন পায়।।
বালিহাঁস ডিম পেড়ে খেয়ালে দেখে জীবন গাঁথা
জলদাসে' কাঁশফুল স্বপ্ন ছিটায় নদীর বুকে
কতনা রঙ সকাল কী বিকাল ঘিরে ছন্দে বাধাঁ