তেমন সাহস
তেমন সাহস ছিল না হ্নদয়ে স্বপ্ন নিখিলে
আশা ও হতাশার নিপিড়নের উদগীড়ন
দ্বিধার সমীকরনে ঠোঁট কাটিনি কোনদিন
নষ্টামির তুমুল বারুদ ছিলো না দীপ্ত দিলে্
ইল্লোতের রাজ্যে আমি কোন এক রাজপুত?
মশা হত্যা কাঠে পেরেক কিংবা বৈঠা বাওয়ার
নুন্যতম ছন্দ স্পর্ধা ছিলো না,গেরোস্থির সন্ধ্যা
হাঁসের মিছিল সুবেহ সাদিক মোরগ ডাকা
স্তব্দ ভাঙ্গার পদাবলি ছিল দ্বিধামুক্ত আঙ্গিনায়।
সাবলিল দুপুর রোদ্দুর পলাতক পায়রাঠোট
দুর্দান্ত সাহস দেখায় শহরতলির খয়েরী অধর
সময় বদলে নেয় জীবনের দুর রহস্য দুয়ার
ধান মলোনের পিছে হেটে হেটে বৃত্তের নৃত্যে
পায়ের পয়ার,নদী ভাঙ্গন ছেকেছেকে তুলেছি
আশার রেতি স্বপ্নমাটি চোষে গড়ি শষ্যের ডালা
মা'র মাখানো ভাত বাবা ভুলে থাকা সিগারেট
ধুয়ায় ছিল সাহসের স্বাদ,বাবার শৃংঙ্খল মাত্রায়
আমি অবাধ্য যুবক,নদীর বহিমানতায় শিখি
ভালবাসার দ্বিধাহীন সাঁতার,জলের গতি বাঁকে
ফেলে আসা লড়াকু সেকোস্তি জীবনের হাল
সমাজ শিকলে বাঁধিনি আমি সমুদ্র অপার
কবে যেন দ্বিধাচিরে তোমায় গোধুলীজবা চুম্বন
অথচ গিরি চুড়া বয়ে উঠি ক্লান্তিহীন একাই