বিশ্বাসের সাফাই
মনের কী পোশাক?
শুনি ধর্মের সানাই
মানুষ মানুষে কী ভেদ
বিশ্বাসের সাফাই!
মহাকাল বিপরীতে
জীবনের মুল্য কত
আমলে নাজাত খোঁজ?
পৃণ্য যদি রয় অবিরত।
তোমার আলখেল্ল্যা ঐ
দরবেশী ভেষ?
টিকলি দাড়ি কিবা
লম্বা কেশ।
সবই তোমার বিফল হবে
নিজকে যদি চিনতে নারি
ধর্মশাস্ত্রের সরল বাণী
বোধ বিচার যত খানি।
সবার প্রভু হয় কী কভু?
সবার দিলে্র শূন্যোতায়
আপন সুরাত গুনে প্রকাশ
আপন সৃষ্টির প্রার্থনায়।