সংগত
সংগত কারনে বলায় হয়নি
সীমানার বাহিরে কেউ কেনো খুটি পুতেনি
আধারে পেরিয়ে আলোকিত হয় বেলকুনি
প্রভাতফুল ঝরে ছিলো তখনি
লংঘন ডেকে আনে বাড়াবাড়ি
সমীকরণ যুক্তির তোয়াক্কা করছো তারি
শুনতে হয় বানী তবে নিস্তার দিতে পারি
স্বাধীনতা যেন শুধু কাড়াকাড়ি।
মুক্ত বায়ু বরাদ্দ আয়ু অভিন্ন দেশ দেশে
তবু ভিন্নতা মর্মে মনুষ্য ভাসে
মায়ার বন্ধনে মাটির রুপ রস ভালবেসে
কর্ম পরিধি নির্যাস হ্নদে পুষে
কোথায় মুক্তির সীমা,মহাকালে নেই দ্বার
খন্ডিতে দেখি রহস্য আঁধার
পথ আছে পথিক দ্বিধায়-- সম্মুখে আশার
সংগতির পূর্ন্য দীপ্ত সমাচার
।