প্রতিধ্বনি

মানুষে গড়িছে ক্যান এতো পথ দেশে দেশে
রুটি মানচিত্রে কাড়াকাড়ি ক্ষুধা ভেদ ভিন্নতা,
সুর্য্য সময় পরিভ্রমন ও সমতার নীতি বাতাসে
আকাশ নিয়ে টানাটানি সমরখুটি ভুভাগে যথা
মানব হিংস্রা সীমাহীন কালের খড়গো ফিতায়
কিতাব গোত্রে ছুটাছুটি তোমার সত্য সুর ছুড়ে
অসীম প্রেম ভুলিয়া হায় ভুগোলের অগ্নিদ্বিধায়
কালের কোরাসে কন্ঠভিজে মালের লিপ্সাখুড়ে
ধ্বংসের যুদ্ধে কতনা মৃত্যু মানবিক ছন্দ পিছে
প্রভু ভালবাসা নেই হ্নদে পুশিছে দম্ভের পাহাড়
মানুষের ফ্রেমে মানুষ ফেসে মুক্তি দেনা পিষে
সকলেরক্ষুধা ভুলে তুমি একাই করেছে আহার
        
তুমি মিলের জায়গা সিলগালা করে কাঁটাতারে
পেতেছো ফাঁদ,কষ্টের দ্বায়ভার মৃত্যু আর্তনাথ
কেবলি দৃশ্যত বিশ্বগ্রামে দাবাড়ু ক্ষমতা ঝাড়ে
পলিসি ডিপ্লোমেসি জ্বলিছে ক্ষুধাতুর আহ্বাদ।

শাদা শাদা কুকুর খুড়ে খায় রক্ত মাংস শিরাঝল
বেকুব বোকা ভেজাবিড়াল ঢুকে রন্ধন শালায়
কাটারুটি মানচিত্রের চিৎকার শুনি অবিকল
রাত্রির আধারে ছোটে শিয়াল দ্বিপাক্ষিক থাবায়
ধর্মশালা'গুপ্তচর অগ্নিকানা নিষিদ্ধ কন্ঠ ঝাড়ে
অসহায় মৃত্যু চেপে চলে ইতিহাস,এমন ভুবন
কীকরে মায়ের আঁচল অনিঃশেষ ছায়া ভরে?
গোলাভরা শাষন জনতার বুকে কত নিপীড়ন
পরিস্থিতি রক্ত মৃত্যুর,ক্ষুধাতুর পরিমিতি,বক্র
অর্থনীতি গিলেখায় দরিদ্র দেশের চামিলী ঘ্রাণ
দেখি শুনি বিভাজন গাথা দুঃখ প্রতিধ্বনি,চক্র
বয়ান,দেশে দেশে ভালবাসা জাগুক অফুরান