এক বৃষ্টিমধু রাতে
এমন রাতে, কহি নাই তারে মনের আকুতি
বৃষ্টির ধারা দিতেছে সাড়া তুমিহীনা শুন্য খাঁখা
ঝরিছে ঝরিছে জলের নুপুর মধুময় গীতি
তবু অন্ধকারে শুধু ফিরে আসে মনে বাঁকা
চাঁদের রুপালী কলস ভরা তুমি তোমার ঘ্রাণে,
সময় ফিরেছে হেথা চেনা কোন এক বরিষনে
জীবনঘাসে না ভাসে যেন জলে শুষ্ক পত্রযানে
পাতার মরমরি শুনিনা দিলের গহীন কোনে।
গিয়াছে সবই তবে রতি আনি রয়েছে অম্লান
অফুরান যেন তুলে রাখি নিকষ প্রেম শর্বরী
বাহিরে জলের গান ভিতরে তুমি মর্ম সন্ধান
আজ বৃষ্টি এনে দিলে তোমার ছন্দে প্রানভরি
জীবনকাল ফিরে যদি কোন এক বৃষ্টিমধু রাতে
তুমি বিলাবে সুধা মোর স্বপ্ন রঙ অফুরান যাতে