কবিতা প্রসঙ্গে
কাব্যালংকার ও ছন্দশৈলী কবিতার মুল সত্তার অনুকুলে।গদ্য কবিতাও শব্দশৈলী থাকতে হবে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশ এমন কী রবীন্দ্রনাথ যে গদ্য কবিতা লিখেছেন সেগুলো ভুলে গেলে চলবে না। উত্তর আধুনিক কালে কবিতার চর্চা যে ভাবে এগোচ্ছে তাতে মানদন্ড ফেলা মুশকিল যিনি লিখবেন তাঁর বোধে থাকবে নির্মান শৈলী কিন্তু দুঃখ হলো কবিদের সেদিকে দৃষ্টি কম।গদ্য কবিতা কতটা গদ্য ধারন করে তাও আমলে রাখতে হয়।জীবনানন্দ তার "কবিতার কথা" প্রবন্ধে বলেছেন সবাই কবি না কেউ কেউ কবি।কারা বা কে কবি সে উত্তর কালে আধারে।তাই কবিতা আসরে যিনি কবিতা পাঠালেন তাঁর লেখাটি ভাল ভাবে সম্পাদনা হওয়া দরকার।কাউকে ব্যক্তিগত ভাবে এ কথা বলছি না সম্পাদনা পরিষদ করকমলে আমার এই বার্তা।---------------------
আতিকুর রহমান শেখ
এমফিল ফেলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়