আয়রে পাখি আয়রে

দোয়েল পাখি আয়রে
খোকা ঘরের বাইরে
লেজ উচিয়ে গায়রে
আয়রে পাখি আয়রে।।

সকাল হলো এইতো
কোথাও ভয় নেইতো
চলরে সবে বাইরে
উদাসী গান গাইরে।।

সকাল বেলার আলো
লাগছে বেজায় ভালো
শালিক পাখি আয়রে
গলা ছাড়িয়ে গায়রে।।

আয়রে পাখি আয়রে
দেরি নাহি যে সয়রে
সকাল বেলার গানে
সুর লেগেছে প্রাণে।।