বিপ্লব জুলাই-২৪
এ আন্দোলন বাঁচার
এ লড়াই ন্যায় অধিকারের
এ সংগ্রাম রাষ্ট্র সংস্কারের
হতবাক দ্রোহের কবি তিন পয়সার
বুদ্ধিজীবি তৈলমেধার
আমলাগিরি কিংবা জনতার
রক্তপ্রাণে নয়,নব প্রজন্ম সোচ্চার
হ্নদয়ে দৃঢ় বিশ্বাস মাথায় মৃত্যুতাজ
যেন হিমালয় কম্পিত জনতা ছাত্রসমাজ
এ প্রজন্মের যে মায়ের চোরামানিক
শত ধিক শত ধিক যে নেই মিছিলে,
কিসে সংশয় কি অশুভ শঙ্কা দিলে?
ঝরুক রক্ত বক্ষে পদ্মা মেঘনা যমুনা বহমান
যে রধির স্রোত বাঙালীর ইতিহাসে অম্লান!
এ প্রতিবাদ বায়ান্ন বাষট্টি ঊনসত্তর
সত্তর পেরিয়ে চব্বিশের মহাসমুদ্রে
রক্তঅগ্নি স্রোতে সেকি!উত্তাল ঢেউ
যেন প্রবল ঘুর্নিঝড়ে- বজ্রকন্ঠ স্বরে
উন্নত শিরে আনে ধ্বংস প্রাণে সৃষ্টি
কে রুধিতে নারে ঐ মহাশয়তান সেও
এই পথ দুর্জয় বন্ধুর কন্ঠে বাঙালীর সুর
ছলাকলা মিথ্যার ঢাকঢোল পিটে
বালিরবাঁধে ঐ মসনদ রইবেনা টিকে
এসো দলে দলে ভেঙ্গে পদতলে করি চৌচির
বক্ষে বিধুক যতই বুলেট তীর
তোমার জুলুম অত্যাচার নীপিড়ন
জনমনে ঢেলেছে তীব্র বারূদ ভীষণ
দুঃর্শাষণ যতসব মিথ্যা ভূষন ভাষণ
আনে মুখে মুক্তির শ্লোগান
হাতে মৃত্যুর ফরমান ।
সাঈদের মৃত্যুতে আমরা অকুতোভয়
বুলেট বিদ্ধ শাশ্বত বাঙালী নির্ভীক হ্নদয়
মুগ্ধ মীর 'তৃষ্ণার্ত-বাংলাদেশ' হাতে পানির বোতল!
কপালে ঘামের ঘ্রাণ সে কী বিস্ময় অবিচল!
এ মূত্যুর মিছিল মুক্তি -প্রগতির মিছিল
ঘুচায় অদ্ভুদ আধাঁর খোলে রুদ্ধখিল