বাতায়নে আলোর অর্কেস্ট্রা
দক্ষিন বাতায়নে আলো অর্কেস্ট্রা ভিড়
বিমূর্ত পৃথিবী বর্ণ-বিভুতি জ্যামিতি
ঈশ্বর মৃত্যু হাতে অন্ধকারের তীর,
দ্বান্দি্ক চেতনা ভাঙ্গেনি মানব নীতি
পড়ে থাকে ধুধু সময়,নব্য অসঙ্গতি
রুপান্তর কেড়ে খায় বিবর্তিত ছায়া।
সেচেনভ,পাভলভের মানুষ প্রীতি
জুমেছে জীবন ঘসে ঘসে স্বচ্ছকায়া
বিতাড়িত সমাজে অবক্ষয় ভঙ্গুর
শুধু বাতায়ন ঘিরে আলোর অর্কেস্ট্রা
অশান্ত অবনী ,হায়! মানবিক সুর
নির্ঘুম শরনার্থী চোখে রক্তের ফোঁটা।
মার্কস জেগে দেয়াল,মাকরশাজালে
মানব চেতনা ধ্বংসে, সভ্য উত্তরনে
বিভাজন ভেসে চলে সময়ের তালে
আলো আজও বিকার মন শিহরনে।



সভ্যতার এতোটা পথে

সভ্যতার এতোটা পথে মানুষ কোথায় সভ্য হলো
ত্রাসের থাবায় শিকার পেশায় জীবননাশে রক্তখেলো
সাগর তীরে নীলে নীরে ভেসেএলো স্বপ্নমৃত যিশুর লাশ
জগত জুড়ে আস্থাখুড়ে সহিংসতায় মানবতার সর্বনাশ
এই শিশুটির  বুক মাঝারে মহাকাব্য কড়চা ছিলো
আর্তনাথের চরম সানে কানে সবাই তুলো দিলো
সামন্ত কিংবা দাস পুজিবাদ কিংবা সাম্রাজ্যবাদ
বন্টননামা পেয়েছে মানুষ চিৎকার, দুঃখ-দরিদ্রবাদ
গ্লেলাসে পানি তবু হানাহানি, বিশ্বায়ন সমান্তরাল
ভক্তি গিলে শক্তি ঢিলে দেশে দেশে কুটনীচাল,
মানুষ তুমি বাঁচবে কিসে! শিশুর বুকে বিধছে তীর
প্রবাল ফেটে কান্না শুনি নীলে নীলে কাঁদছে নীর,
কোথায় তোমার জ্ঞানের ঝুড়ি ?প্রশ্ন ছোড়ে নুড়ি পাথর
ভেজা বালি লেপটে ধরে মানবতার উষ্কু চাঁদর
বিকাশ হলো নিকাশ খোঁজো দেরি চাঁদের পালকীর
সভ্যতার মুক্তডানায় আর কত পথ মানব জাতির ?

নাইট ক্লেলাপ রাতের গোলাপ জ্বলছে বাতি ফাইভস্টার
পথ শিশু স্বপ্ন যিশু খুজে ফিরছে ডাস্টবিনে খাবার তার,
দ্রোহের কবি মোহের ছবি আর কতকাল আঁকতে বল
বুকের ভেতর দুঃখের আগুন মানুষ কী মানুষ হলো
সভ্যতার ভব্যঘোরো মানুষ নামের ইতর বেশে
কালের খেয়া বয়ছে এমনি মানবপশু দেশে দেশ,
এভাবে কত শিশু হত্যা মানব সভ্যতার ইতিহাসে
অপহরন তপ্ত মরন রক্ত দিলো যুদ্ধ কিংবা সন্ত্রাসে।
সত্য ও সুন্দরের দিগন্তে এতো কেন কাঁটাতার?
আলোতে জেগেছে মানুষ সভ্যতার রুদ্ধদার।