লাল টুক টুক লাল টুক টুক
তেলাকুচার ফল,
শালিক পাখি উড়কু নাচে
ঠোঁটের কোনে জল।।
লাল টুক টুক লাল টুক টুক
তেলাকুচার ফল,
দাদার উঠানে ধান খেয়ে যায়
চোড়ই পাখির দল।।
ঘুঘু পাখিটি ডাকছে ডালে
দুপুর বেলার বোল,
দাদা বলেন 'ঐ দেখো ভাই'
দোয়েল পাখির দোল।।
লাল টুক টুক লাল টুক টুক
কৃষ্ণ চুড়ার ফুল,
পুতুল সোনার বিয়ে হবে
কানে ফুলের দুল।।