জবা তুমি
নগ্নজবা পুষ্পবালিকা যৌবন রাধিকা
তুমি কি আমার সর্বনাম
সুন্দর দীপ্ত ঠোঁটে আনো যেন
ভালোবাসার কাব্যকাম?
যে সন্ধ্যা ফিরে আসে বারে বার
চেনা গল্প রঙের পাখায়
তারি সময় পাহারা দিতে ভুলে
গেছো তুমি দুর সীমানায়
শুধু আমি একা গন্ধভরা পুষ্প
পত্রে রাখি বেদনার ঢল
মহাকাল স্রোতে এক জীবনের
কতটুকু দেনা বিফল
হলে মানুষ পরিমিত মানবিক
চেতনার ঋদ্ধ দুয়ার খুলে
উড়ে যায় সমুদ্রতীর ধরে
তবু হয়তো পথ ফিরে ভুলে।
যে কষের কালিমা রেখে হ্নদয়
জীবন খেলে আজও দিনে দিনে
অভিমানের চাপা ফুল টুইটারে ভাসে
রঙিন খুনসুটি স্মৃতির মৌসুমী ঋনে।
আশার চাদরে ঢেকে স্বপ্নভঙ্গের
অভিযান নোঙর তুলে অভিসারে
কোন নিষ্ঠুর নিয়তির মঙ্গল
জানা ছিল ঐ অথৈ পাথারে।
মানুষ এমন হয় সময় মোড়ানো ঝিলে
শেষ অব্দি কী পায় তিনি
জানে বোধ, স্বপ্ন ভেতরে ঢাকা পড়ে
শোন কী তার প্রতিধ্বনি।