তুমি এতো স্বপ্ন উড়াও
মানুষের হয়ে তুমি এতো স্বপ্ন উড়াও হ্নদয়ে
সময় তুড়ি মেরে দিব্যি আকাশে হাত বাড়াও
সম্মুখে নদী সমুদ্র গিরি নক্ষত্র শিল্পকলা ছুয়ে
রঙের জ্যামিতি বুকে কষে রহস্য পথ মাড়াও
সভ্যতার খয়েরি আর্কাইভ কালের চিহ্ন আধার
মুক্তির স্বাদ পেয়ে সীমান্তশৈলি দীপ্ত ভালবেসে
রোমে উত্থান পতনের সিঁড়ি দুলে উঠে আবার
মেসোপটেমিয়া অগ্নিদ্বার গাথুর বিচুর্ণ্য শেষে!
জাগ্রত মিশরীয় ঋন সময় স্কেল ধরণীর পথে
তবুও চাদরে মোড়ানো রহস্য ঘাটে মানুষ শুধু
জীবন মুঠে ধুলি মাখে গতরে ভাঙ্গে আঘাতে
পীতনদীত ভেসে গেলো যেন কলম কালি ধুধু
নির্মানের পিছনে থাকে মানুষের প্রেম স্বপ্নের
আঁচড় ভাঁজে ভাঁজে ব্যাথার সমুদ্র নোনা ক্ষীর
ভিত্তি মুলে সামন্ত রাজার অস্থি শিরা ভগ্ন ঢের
কালের পর্দা তুলে দেখো দেখো শুধু রক্ত-তীর।
রাখালদাস ঘুরে দাড়াও তুমি অস্ত্র মুক্ত শিরে
সিন্ধ তীর শ্মশানের ধুলি নাকি এথেন্সের জ্ঞান
গুহায় এক স্পার্টার স্বপ্ন নিবাস নিদ্রায় গভীরে
দ্রাবিড় খতিয়ে পথ ভুলে পুন্ড্রের সভ্যতার ঘ্রান
ফারাউ ধ্বংস একাত্বশক্তির সত্য তুমুল সমরে।
তুমি এতো স্বপ্ন উড়াও অভেদ্য পর্দায় আড়ালে
জীবন সময় সুত মাস্তলে মানুষ ইতিহাস গড়ে
পশ্চাতে যত ধ্বনির ব্যন্জনা শোধ কালে কালে
হ্নদয় ধারাপাতে যেন মানুষ স্বপ্নের অংক কষে
রঙের ক্ষুধাপুষে কবি সময় যোজন ভালবাসে।