যাপিত সময়
ঘরে কোন চাল নেই ডাল নেই মসলা নাই
তেশপাতা জিরা মরিচও নেই নুন সামান্য
তুমি কেমন মানুষ?সন্তানের দুধটুকু চাই
আর কত আকাল সইবো তোমার জন্য!"
পিতার অর্থবৈভব থুয়ে খুজিছু ঝিনুকে মুক্তা
তবে জীবন বুঝিনি বলে মিথ্যার গেরাকলে
বাস্তব জলজান্ত দহনের কালকেতু অভুক্তা
অনাহারে যাপিত সময়,স্বপ্ন ভেসেছে জলে।

পাশাপাশি ভালবাসাবাসি এমনি ছিলো কথা
তবে কেন এই দশা? তুমি কেড়েছো স্বর্গসুখ
তাই সংসারে অনটনের ঘনঘটা দুঃখ যথাতথা
চাইনি এমন জীবন বন্ধন, সন্তানের মলিনমুখ
কেঁদে পারপাবো না,সময় বড় নির্মম আশাসুধা
ভালবাসার এ কোন ফল?সংসার বিপন্ন বসুধা


রিক্সাওয়ালা
মা বাবা দোয়ায় এখন রিক্সা চালাই
আগে কাজ করেছি রড ও ঢালাই।
ভালো লাগে স্বাধীনতা তাই রিক্সা কিনে
আয় রোজগার বেশ হয় রাত  দিনে ।
অন্যের গোলামি ভালো তো লাগে না
কাজ কর্ম ত্রূটিতে কেউ আর বকে না।
এ হাতে গড়েছি কত দালান  স্থাপনা
গায়ে আজও জাগে হাড় ভাঙ্গা যাতনা।
রক্ত চুষে নিলো শোষনের কালো হাত
বেলকুনিতে বসে ওরা দেখে ঐ চাঁদ।
কেউ ডাকে রিক্সা কেউবা রিক্সাওয়ালা
নামেতো কেউ ডাকে না এ এক জ্বালা
রিক্সালা ভাই' বলে কেউ ডাকে কদাচিৎ
সম্বোধনে বাংলাতে এমনি কতো মিথ্।