বুড়ো শালিক
সন্ধ্যেবেলা ফিরলো শালিক
কুটুম বাড়ী থেকে
প্রতিবেশী সবাই অবাক
হাসছে তাকে দেখে।।
বুড়ো শালিক শুধায় তাদের
হাসছো কেনো ভাই
এসো বেলা গেলো সন্ধ্যা হলো
সান্ধ্যো সুরে গাই।।
সান্ধ্য সঙ্গীত থেমে গেছে
তোমায় দেখার পর
ডানা-পালক লাল করেছো
কোথায় তোমার ঘর!
শুনে শালিক হাসলো নিজেও
তাই হয়েছে মান?
তাঁতী বাড়ীর ডোবার ভিতর
করে ছিলাম স্নান
ঐ ডোবাতে রঙের জলে
গা হয়েছে লাল
ধুয়ে মুছে সাফ হবে যে
বৃষ্টি হলেই কাল।।
এ যে তোদের বুড়ো দাদা
ভুলে গেলি হায়!!
দাদার সাথে মিলে সবাই
সান্ধ্য গান গায়।।