পাশের ছাদে
আতিকুর রহমান শেখ
বিকাল হলে ছাদে যাওয়ার
হ্নদয় কোনে টান
ঘষা মাজার হাটাহাটি
পাশের ছাদে গান।
স্পষ্ট কী তা যায় কী শোনা
সুর ছুয়েছে মনে
কন্ঠে একা নয়তো একা
ওযে তার মা'র সনে।
ভাবতে থাকি হয়তো কাল
উঠবে ছাদে একা
তখন হয়তো তাহার সাথে
হবেই বুঝি দেখা।
পরের দিন একি রকম
শুধু ভিন্ন গানে সুর
চোখ মেলে তাকাই যদি
চোখাচোখির মধুর।
এমননি করে গেলো কেটে
দিন যে কুড়ি পার
হারিয়েছে গানের কোকিলা
বাসা বদল তার।।