এ বৈশাখে গুটি আমের ঘ্রাণ নিয়েছো কী
প্রিয়ে
তাপদাহে শুষ্ককন্ঠ তৃপ্ত হয়েছে রসালো ফল
খেয়ে?
তরমুজের ফালি আর মিস্টি আতা ফলের
স্বাদ
কে পারে ভুলিতে চাঁদনীর মত পেঁপের তৃপ্তি সোয়াদ।
লেবুজলে মিশ্রণ যেন প্রেমিক ঠোঁটে তৃষিত আচুম্বন
গ্রীষ্মের তপ্ত বায়ে বৃদ্ধবটের ছায়ে কৃষানির
নিদ্রাঘন--
দুপুরে মাঠ  খা-খা ধু ধু  ক্লান্ত পথিক হেটে
ফিরে
চারিদিকে সুনশান আর ঘুঘু পাখিটি নিশ্চুপ
নীড়ে।
বোশেখের প্রায় অর্ধেক, আসমানে নেই মেঘ
তপ্ত সমীরণ
বৃষ্টি বাদলের আশায় রাত আসে দিন যায় জুড়ায় না তনু মন
আজও দেখা নেই ঈশান কোনে তর্জন গর্জন মেঘের
নেই ঝড় ঝন্জঝা মনে যেন তারি বাড়তি সংঙ্কা ঢের!
তবুও এ বোশেখে ঝরে সজনের
পাতা ও ফুল
মৃদু মন্দ মলয়ে খসে পড়ে বোরো
ধানের ফুল
আরও ঝরিতেছে কাঁঠালের মুচা এই তপ্ত
দুপুরে
গায়ের কিশোরী বধুয়া সারিছে স্নান মত্ত পুকুরে।