অসহ্য গরম গতর শুধু ঘামছে
তবু মানুষ ছুটছে কেউবা থামছে
নড়ছে না দেবদারু সজনে পাতা  
রোদের কিরন মানছে না যে ছাতা

পথিকরা গরমে  করছে আঁশফাঁস
জলে দেয় ডুব মাছরাঙ্গা বালিহাস
ভ্যাপসা গরমে মানুষ সব অস্থীর
আজকে চাওয়া শুধু একটু বৃষ্টির।

একটু মেঘ নেই ধুধু নীল আকাশ
মন শুধু চাইছে সুনির্মল বাতাস।


ভোরের ট্রেন
হুইসেল বাঁশী বাজিলো
ভোরট্রেন ছেড়ে দিলো
কাক ঝাক উড়ে গেলো,
পাখিদের  শব্দ ছিলো
মায়ে- শিশু গলা ধরে
প্লাটফর্মে ঘুমে ঘোরে
স্বপ্ন শুধু খেয়ে বাঁচা
দিনে রাতে অথৈ খাঁচা।।
সবে কি টিকিট পায়?
তবু  ট্রেন চলে যায়।
ভোরে ট্রেন চলে যায়
পাখি গুলি গান গায়।।


পাহাড় ধস
পাহাড় ধসে ধসে আজ মানুষের মৃত্যু
মানব সৃষ্ট কর্মেই প্রকৃতির এ করুন নৃত্য!
ভেঙ্গেছে রাত্রিদিন প্রকৃতি বিধি মানুষের হাতে
বিপন্ন সংকটে স্থির দাড়িয়ে পাহাড়ও কাঁদে।
শত যুগে কত প্রাণে প্রকৃতির নিবিড় লীলা
কেটে কেটে বিক্ষত দেহ তবু গড়িছে ভিলা
বুকে দৃঢ়তা শ্যামল গুন্মলতায় আজও পাহাড়
যুগে যুগে এরি প্রতিবশীর মুখে যুগিয়ে আহার,
মানুষ গুনিছে লাশ প্রকৃতির একি সর্বনাশ !
কাটিছে দেহ রুধিছে না কেহ ক্ষত জুমচাষ,
রাশি রাশি ফুল  আরও কত যে বনোজ ফল
দিয়ে পাহাড়ী মানুষের প্রাণে সুধা দেহেতে বল।
পরিবেশ বিপন্ন আজ মানুষের নিজে প্রয়োজন
অনিষ্ট করেছে ধরনীর বুক,ছিন্ন প্রকৃতি-বন্ধন