অনিঃশেষ বাতি
ঘরের ভিতরে ঘর মনের গহীন তেপান্তর
দিব্যি যাওয়া আসায় বসতি কালকুট মধুকর
আসন,জেগে থাকা অনিঃশেষ বাতি খেয়াঘাট
জন্মের আগে হাওয়ার নিশানে জ্বলে রক্তগাদা,
মাটির মেস্কো আম্বর তিনশত দশদিনে আমি
হই পরিচিত সময় কাঁধে সম্মুখে লড়াকু যোদ্ধা
জীবন গাঙের কোন এক বাজিকর জলদাস।
ক্রন্দন পদাবলি প্রথম পুঙক্তি দ্রীপ্ত সম্ভাষন
পালকমুক্ত পাখি হই উড়ি পাড়াগায় আকাশে
নশ্বর ভুভাগে সীমানা আঁচর ভুলে দীপ্তজলে
তৃষিত ঠোট ডুবে তৃপ্ত দেহের যত কলোরব
নিশানা শুধু হ্নদে ভালবাসা সমুদ্রে প্রবালে
ছিটকে ফেরা জল,জেগে থাকা অনিঃশেষ
বাতিঘর ঐ খানে ভিড় জীবনে চরম বিরান।
এইদিন গত নয় সময় মোড়ক সবই অদৃশ্য
ছায়ায় মানবিক পেরেশান রহস্যের রুপায়ন
আলোর চতুর অস্থির খেলা আগাম প্রলেপ
লক্ষ্য ভেদ শুধু চলনে সমান্তরাল ছুটাছুটি
দৃষ্টির কাটাকালি কালকুট দৃশ্যত বর্তমান
মানবপথ শুধু সত্যের ধুধু বিশ্বাসে প্রস্থান।