ধ্রুপদী বিকেল
আহা! কী দারুন বিকেল
সবুজ বুকে রোদ্দুর খেল
ঘুঘু খুটে খায় ঘাসফল
ক্ষেতে ছিপ ছিপে জল
বক জোড়া ঠোঁট মুছে
শালিখেরা কাব্য ঘুছে
নীড়ে ফিরছে উড়ে ডানা মেলে,
ঐ পাড়ে জালে মাছ ধরে জেলে
দিন ফুরায়ে আসিতেছে হায়
গোধূলী সুর বহিতেছে বায়।
কি যে স্নিগ্ধ সুন্দর সময়ে
সঙ্গীত দখিনা মৃদু মলয়ে
তুলিছে ধ্রুপদীর সান্ধ্যরাগ
বাজিছে দিনের শেষভাগ;
হ্নদয় ছুয়ে ছুয়ে ফিরে কত যে পাখির ঝাঁক
ঘর গৃহস্তে ফিরিছে হাঁসের'প্যাঁক প্যাঁক'ডাক
ধানের কচিপাতা শ্যামলের দোল
ক্ষেতে ক্ষেতে যেন সুন্দরের টোল;
কত দিন দেখিনি এমনি বিকেল
সবুজ ধানের বুকে রোদ্দুর খেল।
শুক্ন পাতাগুলি পড়েছে পথে প্রান্তরে
ধ্রুপদী সান্ধ্যরাগ জেগেছে মম অন্তরে।