আমি দেখেছি
আয়ুশ শর্মা
আমি দেখেছি,
ইচ্ছামতী নদী তার ইচ্ছেকে
দমিয়ে রেখেছে হাজারও আবর্জনা ,সবুজ পাণার মাঝে।
আমি দেখেছি,
ধুধু প্রান্তর নিজেকে বাঁচিয়ে রেখেছে অলীক কল্পনায়।
আমি দেখেছি ,
সন্ধ্যায় ব্যর্থ সারসকে তার বাড়ি ফিরতে।
আমি দেখেছি ,
প্রাণ উজ্জ্বল গ্ৰামকে স্বার্থান্বেষী শহরের নাম নিতে ।
আমি দেখেছি,
চির সবুজকে রঙিন অট্টালিকায় পরিবর্তিত হতে।
আমি দেখেছি,
ঘন কালো মেঘের মাঝে ঝরে পড়া এক বিন্দু আবেগকে ।
আমি আবার দেখেছি
উন্মত্ত খেলার মাঠ কে স্তব্ধ হতে।
শুধু দেখিনি আমি মোরে,
কারণ শিশুসুলভ মন আজও সেই কুঁড়ে ঘরে।