আধেক রেখেছে জীবন-
আর আধেক রয়েছে ছড়ানো চারিপাশ মরণ!
যে যার যতটুকু চাই-
নিচ্ছে কেড়ে,
অধিকারে যা কিছু-
সেখানে ভয় আর নাই!
যাপন করেছে যে জীবন;
সেখানে কেবলই তাড়াহুড়ো তাড়া,
প্রতিভান্বেষণে দেহ হয় নি খোঁড়া,
আধেক বসনে দেহখানা তাই-
ছুটাছুটি চারিদিক-
ঘুরে শিমুল-বাগ, গোলাপ-কাঁটা,
ক্ষতবিক্ষত নিরব হৃদয়,
পরশ করে নি অঙ্কুরিত বোঁটা,
এমনই করিয়া ছুটছে সে আন্ধা দ্বিকবিদিক!
আকাঙ্ক্ষিত ওষ্ঠ জোড়া-
দেখে দেখেই কালোত্তীর্ণ!
তার জলে হয় নি স্নান-
কি যেন কি ভয়!
এমনই করিয়া দিন হয় গত-
কল্পনা সব বাস্তবের মতো!
আধেক কেটেছে জীবন আর আধেক কাটিবার নয়!