পুরো দেহ জুড়ে এক ঘ্রাণ মেশানো,
শৈশবি নয়; যৌবনের।
যে সময়ে কেবল ভোগ করার বাসনা জাগে,
পাপ-পূণ্যের হিসেব থাকে শিকেয় তোলা!
দেহ; যেন এক মহাসাগর!
মারিয়ানা ট্রেঞ্চ থেকেও গভীর যার তল!
যে তলে দাপুটে যৌবন সাঁতার কাটতে চায়-
ডুব দিতে চায় যখনতখন,
হিংস্র ঢেউয়ের চূড়াও যার কাছে তুচ্ছ!
সাগর তলের ঘ্রাণে সে মত্ত হয়,
জন্ম-মৃত্যুর কিশোরী ঢং তার কাছে অবহেলিত!
তার চাই মহাসাগর; সারা শরীরে কাঁপন তোলা সাগর!
ঢেউয়ের তালে উথলে ওঠবে যে জল-
সে জলে পুরো দেহ ডুবাবে,
অমাবস্যার জোয়ার-ভাটার তালে-
মাখামাখি করবে সে!