সময়ের ঘ্রাণ, ভাদুরে মাস-
সারমেয় ভীড় করে গোধূলি বেলা।
ভোঁদড়ে নাচে জল, গরমে হাঁসফাঁস,
চৈতালী অনুভবে কারা যেন ভাসিয়েছে ভেলা!
খই ফুটা সুখ, অযথা দুপুর-
চড়ুই দুটি ওঠে-নামে টিনের চালে।
কেঁদে ওঠে ডাহুক, বিরহে কাতর!
জোছনার আলো খুঁজে নিরালায়- বর্ষাকালে।
পূর্ণিমা রঙ, খসে পড়ে তারা-
সাঁতরে ছুটে চলে তীর হারা ঢেউ।
প্রজাপতি মন ফুলে ফুলে উড়ে-
চুপিসারে ছুঁয়ে যায়, হিসেবে বাকি আছে কেউ?
হাওরী জল বাজাইছে দুতারা-
মন পেতে বসে আছে পালতোলা নাও।
কিশোরী দেহ- দেখে নানা রঙ,
কে যেন কেড়েছে তার শৈশবী উছলানো বাও!