হঠাৎ করেই শেষ হয়ে গেলো-
যেমন করে শেষ হয়ে যায় বসন্তদিনের ঘ্রাণ।

শুরুটাও হয়েছিল হঠাৎ-
মধুমাসে।
অনেকটা অগোছালোভাবে-
অনেকটা অপ্রস্তুতভাবে-

ঠিক কি চাওয়ার ছিল-
ঠিক কি পাওয়ার ছিল-
এসব ভাবতে ভাবতেই-
সাত সমুদ্র পাড় হওয়া হয়ে যায়!
পৌঁছানো হয়ে যায়-
নামহীন-
গোত্রহীন-
কুল-কিনারাহীন এক দ্বীপে!

উপচানো ঢেউ-
নারিকেল জিঞ্জিরে কাটানো সময়-
জনমানবহীন-
পরিবারহীন-
সমাজহীন-
মনে হয়েছিল;
আর অনুভূত হয়েছিল অমৃত সুখ!

সেই সুখ আর সয় নি!
ফিরতে হয়েছে পরিবারে-
ফিরতে হয়েছে সমাজে-
যেখানে কেবল স্বার্থযুক্ত বিনিময়!

বসন্তদিনের ঘ্রাণ শেষ হয়ে গেলো - হঠাৎ!