আলেয়ার উৎস জেগেছে আজ-
ভাদুরে রাত।
ছুটে চলেছে এক ঝাঁক ঝিঁঝিঁ পোকার দল-
উৎসের ঘ্রাণে।
হিজল জলে ভেসেছে ছাইচাপা সুর-
অবিরাম ভেসে চলেছে,
যতদূর যাওয়া যায়-
উৎসের খুঁজে।
দৈবক্রমে জেগে উঠা সে ক্ষণ-
তারই পরশে শ্রুতিমধুর হয়ে উঠবে সে সুর-
এমনই আশা।
আরো ভাগ রয়েছে-
দুপেয়ে দণ্ডায়মান জীব।
তাদেরই অধিকার বেশি-
ওরা ভাগেই পায়-
কিন্তু কেড়েও নেয়।
বুদ্ধিতে শ্রেষ্ঠ;
ভাগেতে কৃপণ।
আজই শেষ দিন-
এমন একটি বার্তা শুনে;
যে যেদিক থেকে পারে ছুটে আসছে,
হাজার বছর পর এ সুযোগ;
মৃতাত্মা জীবিত হওয়ারও শেষ সুযোগ!
তারপর আবারো সে গহব্বর-
অসীম কালো সে চিত্র!