আজ হতে শতবর্ষ পরে-
কে তুমি ভাবছো বসে, দখিন জানালা ধরে-
কেমন ছিল এ বঙ্গভূমি, কেমন ছিল সব প্রাণ?
আধেক ছিল ভয়ে আর আধেক গেয়েছিল গান!

আজ হতে শতবর্ষ পরে!

ছিল কি মিতালি আকাশে আকাশ,
বহে ছিল কি সম্প্রীতি সুবাতাস,
ছিল কি মানুষ মানুষের রূপটি ধরে?

আজ হতে শতবর্ষ পরে!

কেমন ছিল মানুষের আশা,
কেমন ছিল মুখের সে ভাষা,
কোন সে কারণে মানুষে মানুষ রেখেছিল ধর ধরে?

আজ হতে শতবর্ষ পরে!

এখন পৃথিবী কেমন হলো ভাই?
দেখছো মানুষে ভেদাভেদ নাই?
যদি এমন হয়, লিখে রেখো তা তোমাদের প্রযুক্তি ঘরে-

আজ হতে শতবর্ষ পরে!



১২.১২.২৪