গাঙ-ঝরা ফুল,
অযথা ব্যাকুল,
বর্ষায় বসে খুঁজে বাসন্তী সুর।
রাতজাগা আশা,
ঊর্মিতে ভাসা,
কদমে গান লিখে বিরহ-মধুর।
শাদা মেঘের ঝাঁক-
নেয় শুধু বাঁক,
হুট করে ঝরে পরে - জড়ানো ক্ষণ!
অগোছালো ভোর,
ভীষণ কসুর,
অজান্তে ভেঙে পড়ে ভ্রমরা মন।
রাঙা বুনো রাত-
খুঁজে অজুহাত,
লাল বনে খুঁজে মরে ভাদুরে রস।
বাঁশি জাগা ঘুম,
শৈশবি ওম,
শাস্ত্রীয় জল ঢেলে করে ফেলে বশ।
উজানের ঢল,
দেহজুড়ে বল,
চার পা লুটে খায় বিছানা চাদর!
জেগে উঠে চোখ,
আছড়ে নখ,
ভুল করে গিলে ফেলে সাজানো বাসর!