দেহভাঙা জল
রসালো ফল,
হিমাচল ছুটে আসে-
দখিন সাগরে,

ফিরে শৈশব
উথলানো ভব,
কাড়াকাড়ি সুখ জমে-
গহীন কোটরে।

হাসিতে দুল
আষাঢ়ি ভুল,
সারমেয় সুর তুলে-
ভোরের বায়সে,

আকাশী চাঁদ
উদাসীন বাঁধ,
হুট করে উঠে পড়ে-
গভীর আবেশে।

জোয়ারের কুল
খুঁজে রঙ-ফুল,
বনের আড়ালে শুনে-
পাহাড়ি ডাক,

দেহজুড়ে সুখ
ছোঁয়াচে ভোগ,
সাঁতরিয়ে জলখেলে-
লতানো শাক!