ভাবছি বিকেল - শিশির ভেজা রোদ কুড়াবো,
ডাকবো তোমায়, সঙ্গে যাবে বল?
অনিমেষে কাটবে দু'জন - মেঘের পালে,
ইচ্ছে ঘুড়ির মতো, ছুটবে যদি - চল।
ভাবছি ভেঙে আড়মোড়া ঘুম - বৃষ্টি ভোরে
জলকেলি হোক শালিক জোড়ার মত।
ভেসে বেড়াই পদ্মপাতায়, ফোঁটায় ফোঁটায়
ভুলবো দু'জন মান-অভিমান যত।
ভাবছি, দু'জন নির্জনতায় হারিয়ে যাবো
সুনীল দ্বীপে, পদ্মজলে মন রাঙাবো শেষে।
তারপর ঐ জোছনার রূপ ছিনিয়ে নেবো
মধ্যরাতে, থাকবে স্মৃতি তারায় তারায় মেশে।