অলক ছড়ানো হাসিতে
বাতায়ন খুলে
হরিণী দৃষ্টি ফেলে
সদ্য অঙ্কুরিত হওয়া
এক শুদ্ধ অনুভূতি নিয়ে
যেদিন তুমি প্রথম সাড়া দিলে
সাড়া দিলে এ অধমের প্রেমের আহবানে
সেদিন
ঠিক সেদিন
এ কায়ায় সৃষ্টি হলো সুর
সৃষ্টি হলো ছন্দ
অলঙ্কার
আর
অভূতপূর্ব সব অনুভূতি

দূর নীহারিকা সাক্ষী ছিল
সাক্ষী ছিল শেওলা রঙে জড়ানো
পুরোনো মন্দিরের পুরোহিত
ঝুপড়ি টঙের চা-ওয়ালা
আমগাছ, জামগাছ
সদ্য তুড়ি দেয়া -
কলা বাগের থোড়
আর
বাতাসে ভেসে বেড়ানো-
অসংখ্য জোনাক প্রদীপ

কেবল এ মুহুর্তটির জন্যই যেন
হাজার জনমের অপেক্ষা

তুমি মোর হাজার সাধনার ফল