যে পথের ঘ্রাণ মিশে আছে সারা শরীর জুড়ে,
অযথা কেন অন্য পথে ঘুরবো প্রতি ভোরে।
শ্বাস-প্রশ্বাসে একটিই ঘ্রাণ শুঁকছি দিবারাতি,
অন্যে কেন মাগবো সে ঘ্রাণ - হবে কি তা খাঁটি!
আদরে ঠোঁট দিচ্ছে যে পথ - জড়িয়ে ধরে দেহ,
এমন করে পাই নি কোথাও, পাই নি কোথাও স্নেহ।
এমন করে বুঝে নি কেউ চোখের অবুঝ ভাষা,
বুঝে নি কেউ সুখানুভূতি গভীর ভালোবাসা।
যে পথের ঘ্রাণ থাকছি মেখে সকাল-দুপুর-রাত,
আবার কেন অন্য পথে শিখবো ধারাপাত!
আবার কেন জলকেলি-তে কাটবো সাঁতার সুখে,
ঐ পথেই কাটাচ্ছি বেশ সাতরঙা সুখ এঁকে।
যে পথে-তে হয়েছি ঋণী কলি ফোটার ক্ষণ,
অযথা কেন ভাগ করবো - টুকরো করে মন!
এই পথে-তেই হচ্ছি সুখী, শিখছি ধরে হাঁটা,
আর হবে না অন্য কোথাও - থাকবে সেথা কাঁটা!