ভুলেই গেলে কেমন করে-
যেমন করে যায় ভুলে যায়- বাসন্তী রঙ বর্ষা ঘ্রাণে।
উঠোন জুড়ে পূর্ণিমা রঙ যেমন করে অমাবসে ঢাকা পড়ে-
ঢাকলে না কি স্মৃতি কথন - তোমার আমার?
নীরব হয়ে থাকলে কেবল-
ভাবলে না আর ভাবার সময়-
তোমার দু'ঠোঁট উঠবে নড়ে-
এমনই এক আশা নিয়ে বসেছি কত তোমার পাশে।
তোমার দু'চোখ দেখেছি আমি- প্রাণ জুড়ানো পুরো দেহ-
তোমার দেহ দুলবে হঠাৎ নাচবে গাইবে আমার সুরে-
এমনই এক স্বপ্ন দেখে, এমনই এক গল্প হবে ভেবেছি কত-
তোমার আমার।
হঠাৎ এমন কি হলো যে - হঠাৎ এমন কি ভুলে যে-
এমন করে নীরব হলে, ভীষণ করুণ নীরব হলে!
তারই যেন বাণ বিঁধেছে, পুরো দেহ লাল হয়েছে-
কেমন যেন ভুলে গেলে - হঠাৎ করে, অভিমানে!